Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ অক্টোবর ২০২৪

পটভূমি

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঝূঁকি ব্যবস্থাপনার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে Business Continuity and Disaster Recovery Plan। প্রতিষ্ঠানসমূহের মূল্যবান তথ্যাদি নিরাপদ সংরক্ষণ ও যে কোন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে আধুনিক ডিজাসটার রিকভারি সাইট দ্রুত নির্মাণের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ অত্যন্ত আগ্রহী।

বাংলাদেশ ব্যাংকের আইসিটি সিকিউরিটি গাইডলাইন অনুযায়ী প্রত্যেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পৃথক সিসমিক জোনে Disaster Recovery Site (DRS)/ Far DC স্থাপন করার নির্দেশনা আছে। এরই আলোকে যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে Disaster Recovery Site (DRS) স্থাপনের বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি সমন্বয়ে একাধিক সভা হয়েছে। এ সকল সভায় উপস্থিত সকলেই যৌথ উদ্যোগে যশোরে DRS স্থাপনের বিষয়ে ঐক্যমত পোষন করেন।

তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে ডিজাসটার রিকভারি সাইট নির্মাণ না করে যৌথভাবে আধুনিক ডিজাসটার রিকভারি সাইট স্থাপন করার পরামর্শ প্রদান করেন  এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একটি সারসংক্ষেপ ০৪/০২/২০১৪ তারিখে অনুমোদিত হয় । এ বিষয়ে আইসিবি’র সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মধ্যে  গত ১১/০৫/২০১৪ তারিখে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরবর্তীতে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করা হয়।

সমঝোতা স্মারক  এর আলোকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কে DRS স্থাপনের অর্থনৈতিক, বানিজ্যিক এবং কারিগরী সম্ভাব্যতা ও যথার্থতা যাচাই এর জন্য PricewaterhouseCoopers India Pvt. Ltd. (PwC) কে নিয়োগ দেয়। সম্ভাব্যতা যাচাই শেষে PwC কর্তৃক প্রস্তুতকৃত DRS  স্থাপনের  অর্থনৈতিক,  বানিজ্যিক এবং কারিগরী সম্ভাব্যতা ও যথার্থতা যাচাই প্রতিবেদন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে আইসিবিতে প্রেরণ করা হয়।

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্কে  Disaster Recovery Site (DRS) স্থাপনের বিষয়ে সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ব্যবস্থাপনা পরিচালক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি সমন্বয়ে একাধিক সভা হয়েছে। এ সকল সভায় উপস্থিত সকলেই যৌথ উদ্যোগে যশোরে DRS স্থাপনের বিষয়ে ঐক্যমত পোষন করেন।